Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ‌্যৎ পরিকল্পনা

১) প্রশিক্ষণের কৌশল প্রয়োগ করে পদ্ধতি মাফিক পাঠদান।
২) লেসন ষ্টাডির আলোকে পাঠদান জোরদার করা।
৩) নিয়মিত এস আর এম পড়ানো জোরদার করা ।
৪) শিক্ষার্থীদের সৃজনশীলতায় এবং বিজ্ঞানমনস্কতায় উদ্বুদ্ধ করা ।
৫) শিক্ষক ডেপুটেশন আধুনিকরণ।
৬) শিক্ষক/শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরী ও ব্যবহার করানো।
৭) সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনয়ন ও যোগ্যতা অর্জন করানো।
৮) শিক্ষক ডাটাবেইজ আধুনিকীকরণ।
৯) শিক্ষাকে শিশুর কাছে আনন্দঘন করা।

১০) নির্ধারিত বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক এর ৪+ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে পাঠদান করা এবং তাদের উপযোগী করে শ্রেণি কক্ষগুলো সজ্জিতকরনে নিশ্চিত করা। প্রাক-প্রাথমিক (৪+) শিক্ষকদের প্রশিক্ষণের আলোকে শ্রেণি পাঠদান নিশ্চিত করা। 

১১) প্রথম শ্রেণির ধারাবাহিক মূল্যায়নের রেকর্ডপত্রগুলো সঠিকভাবে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান।

১২) প্রাক-প্রাথমিক (৫+) শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি পাঠদান নিশ্চিত করা এবং তাদের উপযোগী করে শ্রেণিগুলো সজ্জিতকরণ করা।
১৩) প্রতি ইউনিয়নে মডেল স্কুলের আঙ্গিকে একটি মডেল স্কুল তৈরী করা।
১৪) কোভিড-১৯ পরিস্থিতে গুগল মিটের মাধ্যমে পাঠদান চলমান রাখা ।
১৫) নেপ প্রেরিত পরিকল্পিত বাড়ীর কাজ প্রদান , মূল্যায়ন ও গ্রেডিং প্রদান।
১৬) মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থী , অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা।