Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সাম্প্রতকি বছরসমূহরে (পিইডিপি-৪ এর আওতায়) প্রধান র্অজনসমূহঃ

প্রাথমকি শক্ষিার গুরুত্ব উপলব্ধি করে র্বতমান সরকার সমতাভত্তিকি ও মানসম্মত প্রাথমকি শক্ষিা নশ্চিতিকরণে নরিলসভাবে কাজ করে যাচ্ছ।ে মানসম্মত শক্ষিা নশ্চিতি করণরে জন্য মানসম্মত শক্ষিকরে বকিল্প নইে। মানসম্মত শক্ষিক তরৈরি লক্ষে ইউআরসি,ঘিওর শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি একাডেমিক তত্ত¡াবধান ও মনিটরিং কার্যক্রম সুচারুভাবে পালন করে আসছে। নিম্নে সাম্প্রতিক বছরসমূহের বিশেষ বিশেষ অর্জনসমূহ উল্লেখ করা হল-

উপজেলার শিক্ষককে, বিষয়ভিত্তিকসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষকগণ পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে দক্ষ হয়েছেন।
শিক্ষকগণকেবিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে পাঠসংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ, উপকরণ সংগ্রহ, তৈরি, ব্যবহার ও সংরক্ষণে দক্ষ করে গড়ে তোলা হয়েছে।
বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শ্রেণিকক্ষে বিষয়ভিত্তিক ও ডিপিএড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন হচ্ছে কিনা তা তদারকির মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নতি সাধন করা হয়েছে।
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ের সাথে সমাজের সম্পৃতার মাধ্যমে বিদ্যালয়ের মালিকানাবোধ সৃষ্টি করা হয়েছে।
প্রধানশিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক লিডার তৈরির মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণি ব্যবস্থাপনায় শিক্ষকযোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা হয়েছে।
বিদ্যালয়ের পাক্ষিক সভার মাধ্যমে প্রাপ্ত চাহিদাগুলোকে অগ্রাধিকারের মাধ্যমে বিন্যাস করে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমমোদন করে তা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রেরণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।
বিদ্যালয়গুলোতে Teacher Support Network through Lesson Study (TSN) কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ফলে শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিখন শেখানো কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিটি পরিদর্শনে বাল্যবিবাহ, শুদ্ধাচার, মাদক ,জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহিত মতবিনিময় করেছেন।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পঠন পাঠন ও লিখন শৈলীর দক্ষতা বৃদ্ধিকরন এবং ড়হব ফধু ড়হব ড়িৎফ কার্যক্রম বাস্তবায়নে মুখ্য ভ’মিকা রাখছেন।

COVID-19 মহামারিকালিন কার্যক্রমঃ

ঈঙঠওউ-১৯ মহামারির কারনে ১৬ মার্চ/২০ বিদ্যালয়সমূহ বন্ধ হওয়ার কারনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে নিয়মিত ঔড়ড়স পষড়ঁফ সববঃরহম ধঢ়ঢ় ব্যবহার করে সাপ্তাহিক ও মাসিক মিটিং এর আয়োজন করা হয়েছে।
বিষয়ভিত্তিক প্রশিক্ষকগণের সাথে জুম মিটিং করে নানাবিধ পরামর্শ প্রদান করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে।
শিক্ষাথীরা যাতে পড়ালেখা থেকে দুরে সরে না যায়, বাড়িতে বসে যাতে নিয়মিত পড়ালেখা করে এ জন্য শিক্ষকদেরকে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ প্রদান করা হয়েছে। বিভিন্ন সময়ে অভিভাবকদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের পড়া লেখার খোজঁখবর নেয়া হচ্ছে।
সংসদ টিভিতে প্রচারিত ”ঘরে বসে শিখি” এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করা হয়েছে।
মানিকগঞ্জ ডিশ চ্যানেলের মাধ্যমে প্রচারিত” করোনা মহামারিতে, শিক্ষা হবে বাড়িতে” কার্যক্রমের পাঠদানের ভিডিও ইউআরসিতে ধারন করে প্রেরণ করা হয়েছে। পাঠদান সর্ম্পকিত সকল কার্যক্রমে ইউআরসি বিশেষ ভ’মিকা পালন করছে।
সমন্বিত বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
শিক্ষাথীরা যাতে পড়ালেখা থেকে দুরে সরে না যায় এজন্য ঘঅচঊ কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক পাঠ পরিকল্পনার ড়িৎশ ংযববঃ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ গড়হরঃড়ৎরহম করা হয়েছে।
Google meet app ব্যবহার করে কিভাবে পাঠদান করা যায় সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
Google meet app ব্যবহার করে সমন্বিত পাঠদান পর্যবেক্ষন করা হয়েছে।